ঢাকা: চৌদ্দ কিংবা আঠারো সালের মতো একতরফা নির্বাচন করতে চাইলেও সরকার এবার তা পারবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিও নির্বাচন চায়, তবে সেই ভোট-যেখানে মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। রোববার ( ১৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা আকড়ে থাকার মনোভাবই দেশের বর্তমান সংকটের কারণ। বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের আগ্রহ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের প্রতি তাদের প্রতিশ্রুতি বিএনপিকে সাহস যোগাচ্ছে।
Discussion about this post