ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে সরকারি সড়কের পাশ থেকে গাছ চুরির অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা মৃধাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি সহকারী কমিশনার ও ভূমি কর্মকর্তার নির্দেশে কর্তনকৃত গাছ জব্দ করেছে সদরপুর থানায় হেফাজতে নেয় পুলিশ। সোমবার রাতে মোস্তফার বিরুদ্ধে সড়ক থেকে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা জাহিদ হোসেন। মঙ্গলবার সকালে তাকে ফরিদপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। এলাকাবাসীর অভিযোগ, ঢেউখালী ইউনিয়নের সাবেক এই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বিগত সময়ে এমপি নিক্সনের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। মোস্তফার বিরুদ্ধে বালু মহাল দখলের মামলাও রয়েছে। এছাড়াও ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামি হিসাবে তার নাম রয়েছে। জানা যায়, মোস্তফা মৃধার নেতৃত্বে সোমবার দুপুর থেকে ঢেউখালী ইউনিয়নের বালিয়াহাটি আঞ্চলিক সড়কের চরডুবাইল এলাকায় গাছ কাটা শুরু হয়। বেশ কয়েক বছর আগে ওই সড়কটির পাশে সরকারিভাবে চাম্বুল ও রেইনট্রি জাতের এই গাছ লাগানো হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কটির সৌন্দর্য বর্ধনেও ভূমিকা রাখছে এসব গাছ। কিন্তু কোনো প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন মোস্তফা মৃধা। সোমবার এক দিনে গাছ কাটা হয়েছে চারটা। তারা বাধা দিতে গেলে সব মহলকে ম্যানেজ করে এসব গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন মোস্তফার লোকজন। খবর পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রবানা তানজিনকে ব্যবস্থা নিতে বলেন। সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। সদরপুর সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা রুবানা তানজিন জানান, প্রথমে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি জোরপূর্বক গাছ কর্তন করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Discussion about this post