ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ রুল শুনানি ও আদেশের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট। রুলে সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
Discussion about this post