ঢাকা অফিস: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মুজিব আদর্শ ধারণ করার মাধ্যমেই ঐক্যবদ্ধভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের মোকাবিলা করতে হবে। তিনি বলেন, দেশে বিএনপি জামায়াতসহ একটি অশুভ শক্তি যে সাম্প্রদায়িক সন্ত্রাস উসকে দিচ্ছে, তা রুখে দিতে হবে।সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত ‘সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস: রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিসহ বিশিষ্টজন বক্তব্য দেন।বিএনপির সঙ্গে ধর্মান্ধ চক্রের রাজনৈতিক সম্পর্ক থাকার কথা উল্লেখ করে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি উগ্রবাদীদের সহযোগিতা করার কারণে দেশে এই ধরনের আক্রমণের সম্ভাবনা থেকেই যাবে।তিনি বলেন, উগ্রধর্মবাদী জামায়াত-শিবির সাম্প্রদায়িক চক্র, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু সাম্প্রদায়িক কর্মচারী এবং রাজনৈতিক দল ও রাজনৈতিক অঙ্গনের ভেতর অনুপ্রবেশকারী সাম্প্রদায়িক শয়তান থাকার কারণে বার বার হামলা হামলা ঠেকাতে বারবার ব্যর্থ হচ্ছি। ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে হয় এই তিন শত্রুকে নির্মূল করা দরকার বলে জানান তিনি।তিনি আরও বলেন, আমরা সবাই ধর্মান্ধ উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের ধ্বংস কামনা করছি। আজকের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে উগ্রবাদীদের আক্রমণ বাংলাদেশে আর হবে না এর নিশ্চয়তা দেওয়া। এটাই হচ্ছে গুরুতর রাজনৈতিক প্রশ্ন। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নকে নিষ্পত্তি করতে ধর্মান্ধ শত্রুদের চিহ্নিত করতে হবে।নানক বলেন, এই ধর্মান্ধ চক্রের সঙ্গে বিএনপি জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক আছে। এ কারণেই এখানে ভয়াবহ তাণ্ডব চলছে বলে জানান তিনি।অসাম্প্রদায়িক সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে অসাম্প্রদায়িক প্রশাসন, অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন, এবং সংবিধান দরকার।দেশে তিন ধরনের শত্রুর আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের আক্রমণের শিকার আমরা হচ্ছি।এ সময় কাজল দেবনাথ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন করতে হলে মুখে নয় মনেও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। বাহাত্তরের চেতনায় ফিরে যেতে বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনতে হবে।
Discussion about this post