ঢাকা: নতুন শুল্ক আরোপ নিয়ে ৩ মাস সময় দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রয়োজনে আলোচনা করে এই সময় আরও বাড়িয়ে নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এসব কথা বলেন তিনি। এসময় অর্থ উপদেষ্টা বলেন, সমালোচনা থাকলেও সরকারের মূল লক্ষ্য মানুষের জীবন উন্নয়ন করা। ব্যবসাবান্ধব একটি বাজেট দিতে চায় সরকার। আইন মেনে ভ্যাট দিতে ব্যবসায়ীদের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এসময় তিনি বলেন, দেশের বাইরে সরকারের কার্যক্রম নিয়ে প্রশংসা থাকলেও দেশের ভেতরে অনেকে সমালোচনা করছেন। মাতারবাড়িতে এলএনজি স্টেশন করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান ড. সালেহ উদ্দিন আহমেদ। এসময় ভ্যাট আদায়ের নামে হয়রানী বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, সরকার রাজস্ব বাড়ানোর চাপে আছে। তাই করছাড়ের প্রবণতা কমাতে হবে।
Discussion about this post