ঢাকা: রমজান মাস উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এর সাথে ১৫ রমজান পর্যন্ত স্কুল বন্ধ রাখার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর সঙ্গে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রমজানে ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার প্রজ্ঞাপন দেয়। ওই একই দিনে রমজানে ১৫ দিন স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন দেয় মাউশি। এরপরই রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং যানজট এড়াতে রিট করা হয় বলে জানান রিটকারী আইনজীবী মাহমুদা খানম।
Discussion about this post