ঢাকা: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। আজ সোমবার বঙ্গভবনে ‘বড় দিন’ উপলক্ষ্যে খ্রিষ্ট ধর্মাবলম্বী নেতবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ; এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করে আসছে। বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস হাইকমিশন এবং কূটনৈতিক মিশনের সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি বলেন, যীশু খ্রীষ্টের আদর্শ যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রপ্রধান বলেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। ’ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে।
Discussion about this post