ঢাকা: সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে প্রতিশ্রুতির ফুলঝুরি যেন পুরোনো খবর হয়ে গেছে। বাস্তবতায় বাজারে গিয়ে সাধারণ মানুষের চোখে মুখে শুধুই হতাশা। প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর ক্রেতারা চিড়েচ্যাপ্টা হচ্ছেন দামের চাপে।শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে ফের চড়া দামের তালিকায় ফিরেছে বেশ কয়েকটি সবজির দাম। কাঁচামরিচ, বেগুন ও টমেটোর দাম আকাশছোঁয়া। কাঁচামরিচের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা। বেগুন ১৬০, টমেটো দেড়শোর আশপাশে।এছাড়া করলা প্রতি কেজি ১০০, ঢেঁড়স ও কাঁকরোল ৮০ টাকা কেজি।বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজারে দামের ঊর্ধ্বগতি ও সরবরাহ সংকট এর জন্য দায়ী। আর ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে কোনো তদারকি নেই, সিন্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।বাজারে চালের দাম এখনো বাড়তি। গত সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে কমেছে মাত্র এক থেকে দেড় টাকা। বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮০ টাকা দরে।দাম বেড়েছে মাছ ও মুরগিরও।ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকা কেজি, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।বাজারে গিয়ে ভোক্তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। শুধু কাগজে-কলমে সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিয়ে কি মানুষকে বাজার থেকে স্বস্তি দেওয়া যায়?’
Discussion about this post