আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। দেশটির নানচাং কাউন্টিতে রবিবার ধরনের এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত চলছে। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি এ খবর জানিয়ে বলেছে, একটি ট্রাক শবযাত্রায় অংশ নেওয়া লোকজনকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশ শবযাত্রার লোকজন। এদিকে দুর্ঘটনার এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ ড্রাইভারদের উদ্দেশ্যে ভ্রমণ পরামর্শ জারি করে। এতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে সতর্ক করে বলা হয়, ড্রাইভিং দৃশ্যমানতা খুবই কম। দৃশ্যমানতা কম থাকায় সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের ঘাটতির কারণে চীনে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
Discussion about this post