স্টাফ রিপোর্টার(সিলেট): আজ ৩০ ই নভেম্বর রোজ রবিবার দুপুর ১ ঘটিকার সময়ে মেীলভীবাজার জেলা সদরের মাতার কাপন এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নাগরিক এর ব্যানারে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। লংগুরপুল নামক এলাকায় গত ২৮ নভেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ নামের একজন ছাত্র মারা যান। জানা যায় বেপরোয়া ভাবে চালানো টমটম নামক ( ইজিবাইকের) সাথে মুখোমুখি সংঘর্ষে এমন ঘটনা ঘটে, এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এর ই পেক্ষিতে এবং লাইসেন্স বিহীন অপেশাদার সিএনজি চালকসহ তিন চাকার বাহনের বিরুদ্ধে এলাকার সর্বসাধারন মিলে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হুমায়ূন কবির সাওন,উপস্হিত ছিলেন ব্যবসায়ী আতাউর রহমান ,উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সোশ্যাল এক্টিভিস্টএম এ চৌধুরী শাহান, সাংবাদিক মহিউদ্দিন আলমগীর সেীরভ, ছাত্রদল কর্মী মানিক তরফদার এবং অত্র এলকার সম্মানিত ব্যাক্তিবর্গ এবং তরুণ সমাজ। মানববন্ধন চলাকালীন মৌলভীবাজার সদর মডেল থানার এস আই নুরুল ইসলাম উপস্হিত হন এবং সবার যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন এবং সুষ্ঠ বিচারকার্য করার আশ্বাস দেন।
























































Discussion about this post