ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।পদোন্নতির পর তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হলো।
Discussion about this post