ঢাকা: সংঘাতের আশঙ্কায় আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে চাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নের তরফে বাংলাদেশ সরকারকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে ইইউ সদরদপ্তর ব্রাসেলস থেকে। সূত্রমতে, বুধবার বাংলাদেশ সরকারকে দেয়া এক চিঠিতে ইইউ জানায়, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘিরে সংঘাতের শঙ্কা করছে সংস্থাটি। প্রশ্ন রয়েছে নির্বাচনের সহায়ক পরিবেশ নিয়েও। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সম্ভাব্যতাও বিবেচনায় রাখছে ইইউ সদস্য দেশগুলো। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হলে তারা এমন কোনো চিঠি এখনো পাননি বলে গণমাধ্যমকে জানান। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকমাস। এরই মধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংবিধান নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচন সামনে রেখে জোরালো আন্দোলন শুরু করার ইঙ্গিত দিচ্ছে।
Discussion about this post