ঢাকা: দীর্ঘ লড়াই সংগ্রাম শুধু ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ছিল না, ছিল গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিবের নেতৃত্বে লিয়াঁজো কমিটির সঙ্গে এলডিপির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, সংস্কার শেষে দ্রুত নির্বাচনের পক্ষেই কাজ করছে বিএনপি। সমমনা দলের সাথে বৈঠক বিএনপির ধারাবাহিক প্রক্রিয়া। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সচিবালয়ের অগ্নিকাণ্ড, দ্রব্যমূল্যর বিষয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি। এসময় এলডিপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কাজে সবসময় বিএনপির সাথে থাকবে এলডিপি।
Discussion about this post