ফুয়াদ হোসেন সাজিম: শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮ টায় গ্র্যান্ডতাজ রেস্টুরেন্ট শ্রীমঙ্গলে কেক কেটে জাঁকজমক ভাবে শুভ উদ্বোধন করা হল সোনালী অতীত (৯০) এফ.সি। ৯০ দর্শকের শ্রীমঙ্গল ফুটবলাঙ্গনের সোনালী তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় সোনালী অতীত (৯০) ফুটবল ক্লাবটি। তার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন একসময়ের কৃতি ফুটবলার সংগঠনের আহ্বায়ক আলতাফ হোসেন মুশেদ এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন একসময়ের কৃতি ফুটবলার সিলেট বিভাগীয় সোনালী অতীত ক্লাবের সহসভাপতি পীযুষ দত্ত, একসময়ের কৃতি ফুটবলার মিলন দাশ গুপ্ত, একসময়ের কৃতি ফুটবলার শুভ্র রায়, একসময়ের কৃতি ফুটবলার রঞ্জন দাশ গুপ্ত, একসময়ের কৃতি ফুটবলার মোঃ জাকারিয়া, একসময়ের কৃতি ফুটবলার মোসলে উদ্দিন রমজান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একসময়ের কৃতি গোলরক্ষক সংগঠনের সদস্যসচিব জায়েদ আহমেদ মনি, অনুষ্ঠানে বক্তব্য রাখেন একসময়ের কৃতি ফুটবলার আকবর হোসেন শাহিন, একসময়ের কৃতি গোলরক্ষক দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একসময়ের কৃতি গোলরক্ষক মিজানুর রহমান মিজান।
Discussion about this post