স্পোর্টস রিপোর্ট: এবারের শুটিং বিশ্বকাপে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়ে কামরুন নাহার। শুটিং বিশ্বকাপ চলছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে খেললেন প্রথম কোনো বাংলাদেশি মেয়ে। বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কোনো পদক নেই। পদক নির্ধারণী পর্যায় পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ। তবে এবার নারী শ্যুটার নাহার এই নতুন দিগন্তের সূচনা করলেন। বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশনে ষষ্ঠ হয়ে ফাইনালে ওঠেন নাহার। ফাইনালটা অবশ্য তার ভালো হয়নি। আটজনে হয়েছেন অষ্টম। পদক থেকে স্কোর এবং পজিশন দূরত্ব থাকলেও ফাইনাল রাউন্ডে খেলাটা বাংলাদেশের জন্য বেশ গৌরবের। নাহার গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর।
Discussion about this post