আন্তর্জাতিক ডেস্ক: হাড়কাঁপানো শীতে পর্যুদস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির জনজীবন। কনকনে বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে দিল্লির সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি স্কুলগুলোও একই দিন পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লির বেসরকারি স্কুলগুলোতে রবিবার শীতের ছুটি শেষ হয়েছে । আজ থেকে স্কুলগুলো খোলার কথা ছিল। এরই মধ্যে রবিবার দিল্লির শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, ‘দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।’ দিল্লিসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা অব্যাহতভাবে কমছিল কয়েক দিন ধরেই। রবিবার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওইদিন সকালে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০২১ সালে রাজধানীর তাপমাত্রা ছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
Discussion about this post