ঢাকা: একদিকে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও, অন্যদিকে রাজনৈতিক সংস্কার, গণমত গ্রহণ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টালবাহানা—এই দ্বৈত অবস্থান প্রশ্নের জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক। ফারুকের মতে, এসবের মধ্য দিয়ে একটি মহল শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনায় লিপ্ত। এ পরিস্থিতি থেকে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক এম.পি মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে অর্থ আত্মসাৎ, ভূমি দখলসহ সকল অপকর্মের হিসাব নেওয়ার দাবিতে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, মোর্শেদ আলমের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকলেও গ্রেপ্তারের পর রিমান্ড চাওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
Discussion about this post