বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। আহত হওয়ার পর পরিচালনা ও প্রযোজনা টিম সিনেমার শুটিং আপাতত স্থগিত রেখেছে।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে আহত হয়েছেন জিৎ, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শুটিং পুনরায় শুরু করার নির্দিষ্ট তারিখ এখনও জানানো সম্ভব নয়।সিনেমার নাম ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। এতে জিৎ ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহের ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার, যেখানে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময় এবং বিপ্লবীদের সংগ্রাম তুলে ধরা হবে। চরিত্রটি শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং, যার কারণে শুটিংয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্যও রয়েছে।১৯০৩ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক। জীবনের শেষ পর্যায়ে তিনি নকশালপন্থী রাজনীতিতে যুক্ত হন। ভক্তরা এখন আশায় দিনগণনা করছেন—জিৎ দ্রুত সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফিরবেন।
























































Discussion about this post