বিনোদন ডেস্ক: ঢালিউডের নতুন মুখ রেহনুমা মোস্তফা। তিনি একজন সংবাদপাঠিকা ও গবেষক। পাশাপাশি নাটকে অভিনয়ও করেছেন। এবার অভিনয় দিয়ে মুগ্ধ করবেন রুপালি পর্দার দর্শকদের। রেহনুমার প্রথম ছবি ‘লকডাউন লাভ স্টোরি’। যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুক্রবার। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত এই বিশেষায়িত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহ আলম মণ্ডল। এখানে রেহনুমার বিপরীতে নায়ক হিসেবে আছেন মামনুন ইমন। যদিও প্রথম ছবি মুক্তির আগে জ্বরে কাহিল নবাগত এই চিত্রনায়িকা। রেহনুমার কথায়, ‘আমার প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি ভীষণ আনন্দের। কিন্তু পরশু করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে এখন আমি জ্বরে কাহিল হয়ে বিছানায় পড়ে আছি। শরীরে অসহ্য ব্যথা, মাথা সোজা করতে পারছি না।’ যদিও এই অসুস্থ শরীরেই ক্যারিয়ারের প্রথম ছবির প্রমোশনে শুক্রবার বের হবেন বলে জানান রেহনুমা। অভিনেত্রী বলেন, ‘শরীরে প্রচণ্ড জ্বর। তার পরও চেষ্টা করবো শুক্রবার সিনেমার প্রমোশনে অংশ নিতে। আত্মবিশ্বাস আছে। আমি পারবো ইনশাল্লাহ।’ ‘লকডাউন লাভ স্টোরি’ করোনা মহামারি নিয়ে নির্মিত। এটির পরিচালক শাহ আলম মণ্ডল জানান, ‘এমন কাজ আগে হয়নি। লকডাউনে ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্প রয়েছে ছবিতে। আমি আশাবাদী, ছবিটি দর্শকের মন ভরাবে।’
Discussion about this post