শীতলক্ষ্যা প্রতিনিধি: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবককের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নাসিক ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী জানান, বুধবার দুপুরে কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন লাশ ভেসে উঠেছে এ খবর পেয়ে আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে নদীর তীরে ভিড় জামায় শতশত নারী-পুরুষ। বিকেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, দুপুরে লাশ ভেসে ওঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। পর কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post