এবারের ঈদে চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কর্মহীন শিল্পীদের সহযোগিতার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেনে ডিপজল। তিনি ব্যক্তিগতভাবে এই অনুদান দিয়েছেন। ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে তাঁর কোরবানি দেয়ার কথা থাকলেও বড় ভাই প্রযোজক শাহাদাত হোসেন বাদশা ঈদের দুদিন আগে মৃত্যুবরণ করায় তিনি কোরবানি দিতে পারেননি। ঈদের পর শিল্পী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে ডিপজল তাদেরকে শিল্পীদের ঈদের সহযোগিতা হিসেবে সমিতির ফান্ডে দশ লাখ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক আরমান, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, নির্বাহী কমিটির সদস্য সুব্রত প্রমুখ। এ সময় ডিপজল বলেন, কথা ছিল, ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরবানি দেব। আমার বড় ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়ায় কোরবানি দিতে পারিনি। তাই সমিতির যেসব সদস্য কর্মহীন ও কষ্টে দিন কাটাচ্ছে, তাদের সহযোগিতার জন্য এই অর্থ ফান্ডে দিয়েছি। সেখান থেকে তাদের সহযোগিতা করা হবে। এদিকে, ডিপজল ঈদের তৃতীয় দিন নিজ এলাকা মিরপুরে আটটি গরু কোরবানি দিয়েছেন। এলাকার দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে কোরবানির গোশত বিলিয়ে দেয়া হয়েছে।
Discussion about this post