স্পোর্টস রিপোর্ট: স্প্যানিশ লা-লিগার খেলায় বৃহস্পতিবার রাতে স্বাগতিক রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয়ই পেয়েছে জায়ান্ট ক্লাব বার্সেলোনা। জয় নির্ধারণী একমাত্র গোলটি করেন পিয়েরে এমেরিক অবেমেয়াং। আর এই জয়ের ফলে এখনও লিগ শিরোপা জেতার স্বপ্ন বাঁচিয়ে রাখল জাভির শিষ্যরা। রলে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই স্বাগতিক সোসিয়েদাদের কাছে পাত্তাই পাচ্ছিল না বার্সেলোনা। আর পুরো ম্যাচের ৫৬ শতাংশ সময় বলের দখল ছিল স্বাগতিক ক্লাবটির দখলে। গোলের জন্য ৮টি শট করে পাঁচটিই লক্ষ্যে রাখে তারা। তবে মার্ক টের স্টেগানের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি বার্সার। এরপরও ম্যাচের ১১তম মিনিটে গোল পেয়ে যায় সফরকারীরা। ডান প্রান্ত থেকে উসমান দেম্বেলের শট প্রতিহত হয়েছিল বারপোস্টে, বক্সের কোণায় বলটা পেয়ে উঁচিয়ে তা ডান প্রান্তে থাকা ফেররান তরেসকে বাড়ান গাভি, সেখান থেকে তরেসের বুদ্ধিদীপ্ত লব করা পাসে মাথাটা আলতো ছুঁইয়ে বল সোসিয়েদাদের জালে জড়ান পিয়েরে এমেরিক অবামেয়াং। প্রথম ৪৫ মিনিটে এছাড়াও বেশ কিছু সুযোগ এসেছিল দলটির সামনে। তবে তরেস, দেম্বেলেরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে বার্সা বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ হারায় সাগতিকরা। আদনান ইয়ানুজাইয়ের বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত সরলথ। ৫৮তম মিনিটে আবার সুযোগ আসে নরওয়ের এই ফরোয়ার্ডের সামনে। এবার দুরূহ কোণ থেকে তার শট পা দিয়ে রুখে দেন টের স্টেগেন। এরপর শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পরও আর গোলের দেখা পায়নি স্বাগতিক রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে এক গোলে এগিয়ে থাকায় আর গোলের দরকার পড়েনি সফরকারীদেরও। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। জয়ের পর ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট। বাকি থাকা পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই শিরোপা জিতবে রিয়াল।
Discussion about this post