শিবালয়(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে নারী কেলেঙ্কারিসহ নানা দুর্নীতির দায় স্বীকার করে কর্মস্থল থেকে স্বেচ্ছায় অব্যহতি নিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফজলে বারী। তার অব্যহতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন। গতকাল মঙ্গলবার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র জানাযায়, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী ২০২৩ সালে এ হাসপাতালে যোগদান করেন। সে থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, ভুয়া-বিল ভাউচারের মাধ্যমে সরকারি লাখ লাখ টাকা আত্মসাত, ছদ্মনামে হাসপাতালের ঠিকাদারি কাজসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অতি সম্প্রতি উক্ত হাসপাতালের এক সিনিয়র নার্স বদলিজনিত কারণে তার কাছে সইয়ের জন্য গেলে তাকে তিনি নানা কৌশলে বাসায় ডেকে নিয়ে কু-প্রস্তাব দেন। বিষয়টি জানতে পেরে একদল ছাত্র মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান। এমন খবরে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার সিভিল সার্জনও। এ সময় ছাত্রদের তোপের মুখে পড়েন এ স্বাস্থ্য কর্মকর্তা। এক পর্যায়ে সিভিল সার্জনের সামনেই তার বিরুদ্ধে আনা নানা দুর্নীতি ও অপকর্মের দায় স্বীকার করেন তিনি। একই সঙ্গে স্বেচ্ছায় সিভিল সার্জনের কাছে অব্যহতিপত্র দিয়ে সরকারি গাড়িযোগে কর্মস্থল ত্যাগ করেন তিনি। অভিযুক্ত ডা. ফজলে বারী স্থানীয় সাংবাদিকদের কাছেও নিজের দোষ অপকটে স্বীকার করেন। তবে এ বিষয়ে সিভিল সার্জন বলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী নিজেই তার অপকর্মের দায় স্বীকার ও অঙ্গীকার দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। যা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
Discussion about this post