শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’ রবিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘খেলাধুলার মধ্যে সততার চর্চা হয়। খেলার মাঠে হার-জিত মেনে নেওয়ার মন-মানসিকতা তৈরি হয়। আড়াই হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা সভ্য জীবন-যাপন করত, তবে আমরা তাদের উত্তরসূরি হয়ে কেন পারব না। স্মার্ট বাংলাদেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রার মহান সারথি আজকের প্রজন্মের শিক্ষার্থীরা।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, আসনের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করি। এরপর আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারি না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। আমরা একটি বীরের জাতি, আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের পক্ষে সম্ভব বিশ্বের বুকে আধুনিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে। নতুন শিক্ষা কার্যক্রমের জন্য ২৬ বই নতুন করে তৈরি করা সামান্য কথা নয়।’ পাঠ্যবই বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘একটি পক্ষ পাঠ্যবই নিয়ে তুলকালাম কাণ্ড করছে, শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে না পেরে পাঠ্যবই নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। নতুন শিক্ষানীতি নিয়ে চারদিকে মিথ্যা ছড়ানো হচ্ছে।’ যারা এ ধরনের আগ্রাসন চালাচ্ছে, তাদের সাবধান হতে বলেন শিক্ষামন্ত্রী। পিয়ার আলী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের। এ সময় আরও উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমুসহ প্রমুখ।
Discussion about this post