ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন সিটিতে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীতে চলা গণপরিবহনে হাফ ভাড়া দেন শিক্ষার্থীরা। সপ্তাহে ৭ দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এটি কার্যকর করায় সন্তুষ্টি জানান তারা। এর আগে, সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এ ঘোষণা দেন। তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। সড়কে চাঁদাবাজি কমেছে। ফলে ছাত্রদের দীর্ঘ দিনের দাবিটি মেনে নিয়ে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দেন তিনি।
Discussion about this post