ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও ভাষাসৈনিক মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মা রহিমা ওয়াদুদের দাফন সম্পন্ন হবে। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Discussion about this post