বিশেষ প্রতিনিধি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২ গ্রাম (প্রতিটি বার ১১৬ গ্রাম) ওজনের ২০টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। সূত্র জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, চট্টগ্রাম, এনএসআই এবং বিমানবন্দর টিমের সহায়তায় স্বর্ণ চোরাচালান প্রতিরোধে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং BG-148 তে তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। তল্লাশিকালে বিমানটির 9J সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি খুললে ভেতরে মোট ২০টি স্বর্ণবার পাওয়া যায়। এসব স্বর্ণবারের মোট ওজন ২ কেজি ৩২ গ্রাম (প্রতিটি বার ১১৬ গ্রাম) এবং মান ছিল ২৪ ক্যারেট। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। আটক যাত্রী আতিয়া সামিয়া (পাসপোর্ট নং-EE0942246, ঠিকানা: রাজশাহী ক্যান্টনমেন্ট) বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্বীকার করেন তিনি অনলাইন স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। আতিয়া সামিয়ার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির আওতায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালান স্বর্ণবার পরিবহণের দায়ে ফ্লাইট নং BG-148 (Boeing 777-ER, রেজিস্ট্রেশন নং S2-AFQ) এর এয়ারক্র্যাফটকেও জব্দ করা হয়েছে। এয়ারক্র্যাফট এবং উদ্ধার স্বর্ণবারসহ আটক পণ্যের মূল্য আনুমানিক এক হাজার কোটি টাকা, যার মধ্যে স্বর্ণের মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং এনএসআই, চট্টগ্রাম বিমানবন্দর টিমের সমন্বয়ে এই চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, চোরাচালানের পণ্য বহন করা কাস্টমস আইন অনুযায়ী এ উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও জবাবদিহির মধ্যে আসবে।
Discussion about this post