ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আবদুর রশিদ বলেছেন, রাজধানীর সাকুরার কাছে শাহবাগ থানা স্থানান্তর করার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। শাহবাগ থানা থাকছে আগের জায়গাতেই। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে ব্রিফিংকালে এসব কথা বলেন আবদুর রশিদ। তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ের প্রকল্প হিসেবে শাহবাগ থানাকে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, শাহবাগ থাকার শুধুমাত্র গেটের পরিবর্তন হবে। উত্তরমুখী করে গেট নির্মাণ করা হবে। শাহবাগ থানাকে আরও নান্দনিক করার জন্য একই জায়গায় উত্তরমুখী করে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। এছাড়া এই প্রকল্প নির্মাণের জন্য ঐতিহাসিক কোনো জায়গাকে নষ্ট করা হবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত প্রকল্পে স্বাধীনতা স্তম্ভের নকশায় পরিবর্তন আসবে কি আসবে না, তা উপদেষ্টা পরিষদ সরেজমিনে গিয়ে সিদ্ধান্ত নেবেন।
Discussion about this post