ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় সোহেল শাহরিয়ার ও মারুফ রেজা সাগরকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১ আগস্ট) তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে সোহেল শাহরিয়ার ও মারুফ রেজা সাগরকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।
Discussion about this post