ঢাকা: শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এয়ারফিল্ড বন্ধ রয়েছে। এতে ঢাকা থেকে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।শনিবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮টি ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, সন্ধে ৬টা পর্যন্ত ৮টি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামে এসেছে। এর মধ্যে ৪টি অভ্যন্তরীণ এবং ৪টি আন্তর্জাতিক ফ্লাইট।এসব ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া বাকি ফ্লাইট গুলো এয়ার অ্যাস্ট্রা এবং এয়ার অ্যারাবিয়ার। যাত্রা বিলম্ব হতে পারে আরও বেশ কয়েকটি ফ্লাইটের।এদিকে এসব ফ্লাইট বন্ধ হওয়ায় চট্টগ্রাম থেকে দুবাই ও শারজাগামী দুইটি ফ্লাইটের যাত্রী চেক-ইন আপাতত বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে কয়েক শ যাত্রী।অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।
Discussion about this post