ঢাকা: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ফ্লাইট ওটা নামা শুরু হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেন। এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৬ ঘণ্টা বন্ধ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর। কামরুল ইসলাম জানান, বিকাল ৪টা ৫৪ মিনিটে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরের হালনাগাদ তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি। গণ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকালে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে, ঠিক কী কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছিল, তা জানা যায়নি।
Discussion about this post