বিনোদন ডেস্ক: ঢালিউড ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। আর তার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। এমনই তথ্য নিজেই প্রকাশ করলেন শাকিব।রাজধানীর বনানীতে এক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে এই নতুন তথ্য। সম্প্রতি প্রকাশিত নয় মিনিটের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বিভিন্ন বিষয়ে কথোপকথনের এক পর্যায়ে শাকিব বলেন, ‘তোমার একটি ভ্লগ দেখলাম, আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’শাকিবের মুখে এমন মন্তব্য শুনে রাফসান জানতে চান, হানিয়া আমির কি আপনার সঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন? উত্তরে শাকিব খান নিশ্চিত করেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।’ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শাকিব ভক্তদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই আশা করছেন, শিগগিরই মেগাস্টারের নতুন কোনো সিনেমায় দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে।উল্লেখ্য, বর্তমানে শাকিব খান তার নতুন দুই ছবি ‘সোলজার’ ও ‘প্রিন্স’–এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।























































Discussion about this post