ঢাকা: আমৃত্যু মানুষের জন্য কাজ করে গণমানুষের বন্ধু হিসেবে পরিচিতি পাওয়া বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে তার মরদেহে মানুষের শ্রদ্ধা নিবেদন শুরু হয়। মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হবে। এরপর দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী গত মঙ্গলবার রাত ১১টায় ধানমন্ডির তারই হাতে গড়ে তোলা গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮২ বছর বয়সী এ জনস্বাস্থ্য চিন্তাবিদ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
Discussion about this post