কবি:- মো: আমিনুল ইসলাম তপু
***********************
আমার শরম লাগে!
যখন দেখি ধর্মীয় উৎসবকে ঘিরে,
ব্যবসায়ীদের মাঝে জনগণের পকেট টাকার হিড়িক পরে।
আমার শরম লাগে!
যখন দেখি অসাধু ব্যবসায়ীরা
নিত্য প্রয়োজনীয় পণ্য অবৈধভাবে স্টক করে,
কৃত্রিম সংকট সৃষ্টি করে।
আমার শরম লাগে!
যখন দেখি ব্যবসায়ীরা,
বাজার চাহিদাকে পুজিঁ করে,
দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে।
আমার শরম লাগে!
যখন দেখি শিশু খাদ্যে
মেলানিন আর কেমিক্যাল মিশ্রিত করে
উৎপাদনে ব্যস্ত হয়ে পড়ে।
আমার শরম লাগে!
যখন ভাবি আমারও তো জন্ম হয়েছে এই দেশে,
যেখানে রয়েছে চোরের খনি।
এতো সব দেখার চেয়ে চোখে যেন মোর পরে ছানি।
হায়রে হায়ানা!
হায়রে পশু!!
বিবেকে তোদের ধরেছে পচন,
মরণ কি তোদের কাছে শুধুই বচন?
Discussion about this post