আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন একজন ফরাসি মন্ত্রী।রোববার (১৯ অক্টোবর) সকালে জাদুঘর খোলার সময় এই ডাকাতির ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় জাদুঘরটি দিনভর বন্ধ ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাকাতির ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অবশ্য বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ডাকাতির সময় জুয়েলারি চুরি হয়েছে।ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন যে, রোববার সকালে জাদুঘরটি খোলার সময়ই এই চুরির ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনার পর পরই তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বর্তমানে পুলিশ সেখানে তদন্ত চালাচ্ছে।জাদুঘর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে সেই দিনের জন্য জাদুঘর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।ল্যুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক পরিদর্শন করা জাদুঘর, যেখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম এবং মূল্যবান সামগ্রী সংরক্ষিত আছে। মোনালিসা চিত্রকর্মসহ বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো এই জাদুঘরে রয়েছে।
Discussion about this post