ঢাকা: লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি। দূতাবাসের উদ্যোগে গতকাল স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে রওনা হয়েছেন তারা। লেবাননের রফিক হারিরি বিমান বন্দর থেকে উড্ডয়ন করে তাদের বহনকারী একটি বিমান। জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরবেন তারা। দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা বাংলাদেশে পৌঁছাবেন। দখলদার ইসরায়েলের অভিযানে রণক্ষেত্র পরিণত হয়েছে লেবানন। এতে আহত হয়েছেন অনেক বাংলাদেশি। ৭ অক্টোবর গাজায় তাণ্ডব শুরুর পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন প্রবাসীরা। অবশেষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের। পর্যায়ক্রমে দৈনিক দু’টি ফ্লাইটের মাধ্যমে ৩০ থেকে ৪০ জন প্রবাসী দেশে আসতে পারবেন। অনিবন্ধিত প্রবাসীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস। নিরাপদে দেশে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা।
Discussion about this post