স্পোর্টস ডেস্ক: উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। ক্লাবটিতে তার তিন বছরের এই চুক্তির মূল্য প্রায় ৬২ মিলিয়ন ডলার। খবর আল জাজিরার।সৌদি আরবের ফুটবল লিগ তাদের সাম্প্রতিক আলোচিত সাইনিং হিসেবে নুনেজকে দলে ভেড়ালো। এর আগে জানুয়ারিতে নেইমারকে ছাড়ার পর, আল হিলাল নতুন তারকা খুঁজছিল।নুনেজের আগমন আল হিলালের সেই প্রয়াসের ফল। যদিও এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস এবং নাপোলির প্রাক্তন তারকা ভিক্টর ওসিমহেনের প্রতিও আগ্রহ ছিল ক্লাবটির।লিভারপুলে নুনেজের সময়টা মিশ্র ছিল। যদিও তিনি কিছু দুর্দান্ত মুহূর্ত উপহার দেন এবং ১৪৩ ম্যাচে ৪০টি গোল করেন, তবুও তিনি কখনওই প্রথম পছন্দের সেন্টার ফরোয়ার্ড হয়ে উঠতে পারেননি।গত মৌসুমে তিনি মাত্র একটি লিগ ম্যাচে মূল একাদশে ছিলেন এবং ৪৭ ম্যাচে মাত্র ৭টি গোল করেন।এই গ্রীষ্মে লিভারপুলের আক্রমণভাগে হুগো একিতিকে ও ফ্লোরিয়ান উইর্টজের মতো নতুন খেলোয়াড় আসায়, নুনেজের অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে।নুনেজ সেই তালিকার সর্বশেষ সদস্য যিনি ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ২০২২ সালে আল নাসরে যোগদানের পর থেকে শুরু হওয়া ঢেউয়ে এরই মধ্যে করিম বেনজেমা, সাদিও মানে, রিয়াদ মাহরেজের মতো তারকারা যোগ দিয়েছেন সৌদি ক্লাবগুলোতে।আল হিলাল, সৌদি আরবের সবচেয়ে সফল ক্লাব (১৯টি লিগ শিরোপা ও ৪টি এশিয়ান চ্যাম্পিয়নশিপ), ইতিমধ্যেই দলে রেখেছে তারকা ফুটবলার কালিদু কুলিবালি, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, জোয়াও কানসেলো ও আলেকসান্দার মিত্রোভিচকে। ক্লাবটি বর্তমানে সিমোন ইনজাগির কোচিংয়ে আছে, যিনি দুইবার চ্যাম্পিয়নস লিগ রানার্স-আপ হয়েছেন।গত মৌসুমে আল হিলাল ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল, যদিও ঘরোয়া লিগে শিরোপা হারিয়েছিল আল-ইত্তিহাদের কাছে।
Discussion about this post