বিনোদন ডেস্ক: ‘লাল সিংহ চড্ডা’-র ভরাডুবির পর আবার ছন্দে ফিরছেন আমির খান। তাই মন হালকা করতে চাইছেন অভিনেতা। নতুন কাজে হাত দেওয়ার আগে দুই মাস ছুটি কাটাতে গিছেন আমেরিকায়। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে ঘুরে বেড়াতে দেখা গেছে আমিরকে। এক অনুরাগী দেখতে পেয়ে তাঁর সামনে হাজির হন। অভিনেতার সঙ্গে সেলফি তুলে টুইটারে শেয়ার করেন। নাতাশা নামের সেই ভক্ত লিখেছেন, গতকাল অপ্রত্যাশিতভাবে আমিরের সঙ্গে দেখা। আমি তো ভাবলাম ভুল দেখছি! জিজ্ঞেস করলাম, এখানে কী করছেন?’ নাতাশার কথা মতো, আমির এর উত্তরে জানান, ঘুরে বেড়াচ্ছেন। দীর্ঘ অপেক্ষার পর, গত ১১ আগস্ট মুক্তি পেয়েছিল ‘লাল সিংহ চাড্ডা’। অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’ ছবি অবলম্বনে তৈরি এই বলিউড ছবি ঘিরে অনেক প্রত্যাশা থাকলেও সেটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এর উপর আবার ব্যঙ্গ-বিদ্রুপের তীর। আমিরের ছবি দেখতে চাইছেন না অধিকাংশ দর্শক, সেই সুরও শোনা গেছে। এসবের মধ্যে খুব শিগগিরই নতুন কাজে হাত দিতে চলেছেন আমির, এমনটাই জানা গেছে।
Discussion about this post