ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। জানা যায়, আজ বৃহস্পতিবার অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ওই হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল মনসুর আহাম্মদ। বলেন বিকেল প্রায় সাড়ে ৩ টার দিকে সাবেক উপাচার্য অধ্যাপক সিদ্দিক স্যার ঢাকা ক্লাবে মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এখন তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ৫ম তলায় লাইফ সাপোর্টে আছেন বলেও জানান অধ্যাপক আবুল মনসুর। ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ আরেফিন সিদ্দিক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৫ জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
Discussion about this post