বিশেষ প্রতিবেদন:চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে পাঁচ বছর বয়সী আলিফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছোট সন্তান। সোমবার (৭ জুলাই) বিকেলে মিরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এ ঘটনা ঘটে।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি সিএনজি অটোরিকশা কলেজ রোডের মাথায় এসে হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। স্থানীয় জনগণ লরিটিকে আটক করেছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লরির চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। সেখানে পৌঁছানোর আগেই শিশুটির লাশ নিয়ে যান তার পরিবারের সদস্যরা। লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করে হেফাজতে নিয়েছি আমরা। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক সটকে পড়লেও লরির চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post