আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙা হয়েছেন। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, লন্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট চাঙা। ইতিমধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি গতকাল বিকেল থেকে চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে দ্রুত হয়, সে সব বিষয় খেয়াল রেখে আমাদের চিকিৎসদের সাথে পরামর্শ করার পাশাপাশি দ্য লন্ডন ক্লিনিকের গাইডলাইন অনুযায়ী চিকিৎস চালিয়ে যাওয়া হচ্ছে। এখানে ওনার আরও পরীক্ষা-নিরীক্ষা করার পর মতামত দেবেন পরবর্তী ধাপগুলো কোনটা কখন কীভাবে হবে। যখন যে রকম ব্যবস্থা নেওয়া দরকার, সেটা নেওয়া হবে। সেটা এই দেশে (লন্ডন) হোক বা বাইরের কোনো দেশে হোক, ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের তিনি আরও জানান, খালেদা জিয়া মানসিকভাবে আগের চেয়ে অনেক বেশি ভালো আছেন, মানসিকভাবে সুস্থ থাকার যে পরিবেশ, সেই অবস্থা এখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ৮ জানুয়ারির তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি, তাহলে স্বাভাবিকভাবে ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে কয়েকদিনের মধ্যে সুনির্দিষ্টভাবে শারীরিক অবস্থার বিষয়ে কথা বলার সময় আসবে। তিনি আরও বলেন, আল্লাহর অশেষ মেহেরবানি, মানুষের দোয়ায়, বেগম খালেদা জিয়া গত সাড়ে সাত বছর অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পার করে লন্ডনে চিকিৎসা নিতে আসতে পেরেছেন। আমরা দেশবাসী এবং সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই।
Discussion about this post