ঢাকা: রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আজ আদালতে তোলা হবে।শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে। জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) এবং সাংবাদিক মঞ্জুরুল আলমও রয়েছেন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।তিনি বলেন, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে আজকের (গতকাল) ঘটনায় সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।এর আগে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে লতিফ সিদ্দিকীসহ অন্যদের আটক করে পুলিশ। তারা সেখানে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোলটেবিল অনুষ্ঠানে যোগ দেন। পরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে লতিফ সিদ্দিকীর ওপর চড়াও হয় একদল লোক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকেসহ অন্যদের ডিবি হেফাজতে নেওয়া হয় এবং রাতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
Discussion about this post