স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে অনূর্ধ্ব-১৭ দলের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জারিফ সিয়াম ও অদৃত ঘোষের অর্ধশতকে ভর করে ৫ উইকেটের সহজ জয়ে পায় স্বাগতিকরা।এর আগে, বোলিংয়ে আতিকুর রহমান আকাশের তোপে মাত্র ৪৫.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয় লঙ্কানরা। মিডিয়াম পেসার আকাশ ২১ রান খরচায় ঝুলিতে ভরেন ৪ উইকেট।রান তাড়ায় ১ রানে প্রথম উইকেট হারালেও জারিফ ও কাউসারের ৬৮ রানের জুটিতে চাপ সামলে নেয় বাংলাদেশ। ৫১ বলে ৫১ রান করেন জারিফ; কাউসারের ব্যাট থেকে আসে ৩০ রান। অদৃত ঘোষ ৭৭ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। শেষ দিকে আকাশ রয় (৩৩) ও জুনায়েদ হোসেন ছোট কিন্তু কার্যকর জুটিতে বিজয় নিশ্চিত করেন।শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৬ রান আসে সানুল ওয়েরারাতের ব্যাটে। ৯১ বলের তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছয়ের মার। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারী দল।























































Discussion about this post