লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে শওকত (৪৫) নামে এক কাঠমিস্ত্রিকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টায় উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের ছকিদার বাড়ির কবরস্থানে এ ঘটনা ঘটে। শওকত ওই গ্রামের হুজুরগো বাড়ির প্রয়াত আব্দুল গফুরের ছেলে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রাজিব চন্দ্র দাস জানান, শওকতের গলার চামড়া কেটে গেছে। তিনি আশঙ্কামুক্ত। এদিকে রাতে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ উদ্দিন ও সহকারি পুলিশ সুপার সদর সার্কেল মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, শওকতদের বাড়ির প্রবাসীর বেল্লালের ৪৫ ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার বিষয়ে বেল্লালের স্ত্রী প্রীতি শওকতকে সন্দেহ করে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে পুলিশ তাকে থানায় সপরিবারে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। থানা থেকে ফেরার পথে তিনি পরিবারের সদস্যদের নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের সদস্যদের রেখে রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে কয়েকজন অজ্ঞাত যুবক তার পথরোধ করে মারধর ও গলাকেটে হত্যার চেষ্টা করে। এ সময় বাজার থেকে ফয়েজ নামের এক ব্যক্তি সাইকেলে বাড়ি ফেরার পথে ঘটনা দেখে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা শওকতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, ঘটনার আসল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Discussion about this post