ঢাকা: দাগী অপরাধী, নন-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, এনআইডি ও পাসপোর্ট বানিয়ে দেয়া শক্তিশালী চক্রের ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে আনসার সদস্য, রোহিঙ্গা নারী-পুরুষ ও দালালসহ মোট ২৩ জন। এর আগে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা অ-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে দিয়ে প্রতারণা করে আসছিলো। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
Discussion about this post