স্পোর্টস ডেস্ক: ইউরো বাছাইয়ে লুক্সেমবার্গকে রীতিমতো উড়িয়ে দিল রোনালদোবিহীন পর্তুগাল। প্রতিপক্ষকে ৯-০ গোল ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা। যা ফুটবল ইতিহাসে তাদের সর্বোচ্চ বড় ব্যবধানে জয়। জোড়া গোল করেন গঞ্জালো ইনাসিও, গঞ্জালো রামোস ও দিয়েগো জটা। একটি করে গোল করেন রিকার্ডো হোর্তা, ব্রুনো ফার্নান্দেস ও জাও ফেলিক্স। স্টাডিও আলগারেভ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একক আধিপত্য বিস্তার করে পর্তুগাল। চালাতে থাকে একের পর এক আক্রমণ। সেই সুবাদে ম্যাচের ১২তম মিনিটে গঘ্হালো ইনাসিওর গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। এর ঠিক ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো রামোস। প্রথমার্ধে আসে আরও দুটি গোল। ম্যাচের ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রামোস। আর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ইনাসিও। তাতেই ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। চার গোলে পিছিয়ে পড়া লুক্সেমবার্গ দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি। উল্টো প্রতিপক্ষের জালে একের পর এক গোল দিতে থাকে পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন দিয়েগো জটা। এরপর গোল করেন রিকার্ডো হোর্তা। ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জটা। ফলে ব্যবধান দাঁড়ায় ৭-০। ম্যাচের ৮৩তম মিনিটে এবার গোলের দেখা পান পর্তুগালের ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্দেস। আর ৮৮তম মিনিটে দলের পক্ষে নবম গোলটি করেন জাও ফেলিক্স। ফলে ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন পর্তুগিজ ফুটববলাররা। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। ৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে স্লোভাকিয়া। লুক্সেমবার্গের অবস্থান টেবিলের তিন নম্বরে। ৬ ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে ১০ পয়েন্ট।
Discussion about this post