ঢাকা: পবিত্র রমজানের আগেই ভারত থেকে এক লাখ মেট্রিক টন চিনি এবং ৫০ লাখ মেট্রিক টন পেঁয়াজ আসবে। যার প্রভাব বাজারে পড়বে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। আজ সোমবার (৪ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪-এর দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলের শুল্ক কমানোর জন্য ১০ টাকা কমেছে তেলের দাম। রমজানকে সামনে রেখে সব পণ্যের যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, তাই রোজায় কোনো পণ্যের দাম বাড়বে না, এটা এনশিউর করছি আমি। তিনি আরও জানান, বাজারে বাণিজ্য মন্ত্রনালয়ের মনিটরিং অব্যাহত আছে, কেউ কারসাজি করতে পারবে না এবার। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি না করে স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি করা হবে। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এছাড়া রমজানে এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে যে ছয়টি পণ্য দেয়া হবে, সেটা যাতে ঠিকভাবে মানুষের হাতে পৌঁছায় তার নির্দেশনাও দেয়া হয়েছে ডিসিদের।
Discussion about this post