ঢাকা:আগামী ২৩ মার্চ রোববারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। আজ সোমবার (১৭ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সঙ্গে রেল ভবনে বৈঠক শেষে ধর্মঘট ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা।রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা ৩-৪ মাস বন্ধ আছে। পাওনা বেতন ভাতার দাবিতে আজ থেকে তারা কর্মবিরতির ঘোষণা দেন।সচিব জানান, তাদের বেতন ভাতা দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট পাওয়া গেছে। তবে পদ্ধতিগত কারণে কিছু দেরি হচ্ছে। যাত্রীদের জিম্মি করে কোনো ধরনের কর্মসূচি গ্রহণযোগ্য নয়। এছাড়া শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়, যেন তারা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পায়। সচিব শ্রমিকদের এ দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।
Discussion about this post