স্পোর্টস রিপোর্ট: আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে রেবিবার রাতে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো। স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই ম্যাচে কতটা দাপুটে ছিল গত আসরের চ্যাম্পিয়নরা। ব্যবধান গড়ে দেওযা গোলটি করেন ইয়ানিক কারাসকো, পেনাল্টি থেকে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল আতলেতিকো। এই জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে দলটি। ৬ পয়েন্ট পেছনে পড়ে গেছে পাঁচে থাকা রিয়াল বেতিস। লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই শুরুর একাদশে করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়র, থিবো কোর্তোয়া, লুকা মদ্রিচদের অনেককেই রাখেননি আনচেলত্তি। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে খেলায়। সুযোগ কাজে লাগিয়ে সফরকারীদের চেপে ধরে আতলেতিকো। ৪০তম মিনিটে কারাসকোর সফল স্পট কিকে এগিয়ে যায় আতলেতিকো। মাথেউস কুইয়াকে রিয়াল ডিফেন্ডার ভালেহো ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আগেই শিরোপা জেতে রিয়ালের পয়েন্ট ৮১ই থাকল। ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। তিনে থাকা সেভিয়ার পয়েন্ট ৬৪।
Discussion about this post