স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর ‘বিগ ব্যাশ’ লিগে নিজের সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নামা এই তরুণ তুর্কি আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পার্থ স্কোর্চার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেছেন। আগের ম্যাচগুলোতে কৃপণ বোলিং করলেও উইকেটের যে খরা ছিল, আজ তা দারুণভাবে কাটিয়ে উঠেছেন রিশাদ। পার্থ স্কোর্চার্সের বিপক্ষে আজ নিজের ৪ ওভারের স্পেলে ৩৩ রান খরচায় ৩টি মূল্যবান উইকেট তুলে নেন রিশাদ।পাওয়ার-প্লেতে নিজের প্রথম ওভারে মাত্র ৯ রান দিয়ে শুরু করেন তিনি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে কুপার কনোলিকে ক্রিস জর্ডানের ক্যাচ বানিয়ে নিজের প্রথম সাফল্য পান রিশাদ। এরপর দশম ওভারে নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অ্যারন হার্ডিকে ফিরিয়ে প্রতিপক্ষকে দ্বিতীয় ধাক্কা দেন তিনি। নিজের শেষ ওভারে লরি ইভান্সের কাছে একটি ছক্কা হজম করলেও ঠিক পরের বলেই তাকে বেন ম্যাকডারমটের গ্লাভসবন্দি করে মধুর প্রতিশোধ নেন এই লেগ স্পিনার।বিগ ব্যাশের গত আসরে হোবার্ট হারিকেন্সে ডাক পেলেও সেবার খেলা হয়নি রিশাদের। তবে এবার সুযোগ পেয়েই নিজের কার্যকারিতা প্রমাণ করছেন তিনি। সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ২ ও ১টি উইকেট শিকার করেছিলেন। আজকের ৩ উইকেটসহ চার ম্যাচে রিশাদের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। উইকেট পাওয়ার পাশাপাশি রান আটকে রাখতেও সফল তিনি; চার ম্যাচ শেষে তার ইকোনমি রেট মাত্র ৭.৫০।রিশাদের এমন সাফল্যের দিনে এবারের বিগ ব্যাশে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। তারা পার্থ স্কোর্চার্সকে ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। আগে ব্যাট করে হোবার্টকে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দেয় পার্থ। জবাবে খেলতে নেমে ৩ বল হাতে রেখেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে পার্থ।
























































Discussion about this post